বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক প্যানেল মেয়র আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ২.০৭ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৮ নভেম্বর) রাতে শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাকে আটক করে শিকারপুর ক্যাম্পের সদস্যরা।

আটককৃত আসাদুর রহমান ঢাকার গাজিপুর জেলার পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, গোপন সংবাদে শিকারপুর সীমান্তে রাত সাড়ে ১১টার দিকে শিকারপুর বিওপির টহলদল অভিযান চালায়। এসময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আওয়ামী লীগের গাজীপুর মহানগরীর সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com