শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

অটো চালকদের অবরোধে বাস-ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ২.২৫ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে
সিএনএমঃ

রাজধানীর সড়কে অটোরিকশা চলতে দেয়ার দাবি নিয়ে আন্দোলনে নেমেছে অটোরিকশা চালকরা। কোথাও কোথাও আশ্বস্ত হয়ে সরে গেলেও কোনো কোনো জায়গায় আন্দোলনকারীরা জড়িয়েছেন সংঘর্ষে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ভাঙচুর চালানো হয়েছে এস কে এস টাওয়ারে, হামলা চালানো হয় নিউজ টোয়েন্টিফোরের গাড়িতে।

বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় হামলা ও ভাঙচুর করে আন্দোলনকারীরা। তাদের সরে যেতে বলায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপরেও হামলা চালায় আন্দোলনরতরা। এসময় ভাঙচুর চালানো হয় এস কে এস টাওয়ারে। হামলা করা হয় নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের গাড়িতেও। মহাখালীতে রেল লাইন অবরোধ করে রাখায় সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগও বন্ধ রয়েছে।

মহাখালীতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারেন তারা। তাদের দাবি, প্রধান সড়কে না হলেও পাড়ামহল্লার অলিতে গলিতে চলতে দিতে হবে অটোরিকশা।

মহাখালী, আগারগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, ডেমরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় অটো চালকরা গাছ, দড়ি, ইট দিয়ে বন্ধ করে দেয়া হয় জন চলাচল।

তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির বলেন, দুপুরে আগারগাঁওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘক্ষণ কথা বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করে রাজপথ ছাড়ার অনুরোধ জানালে কিছু সংখ্যক আন্দোলনকারী সরে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com