কলকাতার এ প্রজন্মের জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। কেবল সিনেমার পর্দায় নয়, তারা প্রেমে মজে আছেন বাস্তব জীবনেও। প্রায় অর্ধযুগ ধরে মনের লেনাদেনা করছেন এই তারকাদ্বয়। প্রেমের কথা অকপটে স্বীকারও করেন সবসময়।
এদিকে সম্প্রতি করোনার প্রকোপ বাড়ায় আক্রান্ত হয়েছেন বনি ও কৌশানি দু’জনেই। গত ৭ জানুয়ারি কোভিড টেস্ট করান বনি। তার রেজাল্ট পজিটিভ আসে। এরপর কালক্ষেপণ না করে কৌশানিও টেস্ট করিয়ে নেন। সেদিন রাতে জানা যায়, অভিনেত্রীও আক্রান্ত।
মহামারিতে সংক্রমিত হওয়ার পর আইসোলেশনে থাকা শুরু করেন বনি ও কৌশানি। এক সপ্তাহ নিভৃতবাস শেষে সুস্থ হয়েছেন তারা। শনিবার (১৫ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেন এই জুটি। ইনস্টাগ্রামে বনি লিখেছেন, ‘নেগেটিভই এখন নতুন পজিটিভ। আইসোলেশনের পর পরীক্ষা করে নেগেটিভ হয়েছি।’
অন্যদিকে কৌশানি ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন দু’জনের ঘনিষ্ঠ একটি বুমেরাং ভিডিও। দেখে বোঝা যাচ্ছে, সাতদিনের ব্যবধান ঘুচিয়ে কাছাকাছি এসে দু’জন দারুণ খুশি। অভিনেত্রী বলেছেন, ‘৭ দিনের কোয়ারান্টিন পর্ব শেষে পরীক্ষা করে করোনা নেগেটিভ হয়েছি এবং এখন নেগেটিভ শব্দটা শুনলেই যেন ইতিবাচক আভাস পাচ্ছি। দয়া করে সাবধানে থাকুন এবং মাস্ক পরুন।’
প্রসঙ্গত, করোনার নতুন এই ঢেউয়ে কলকাতার অনেক তারকাই আক্রান্ত হয়েছেন। এই তালিকায় আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, দেব, রুক্মিণী মৈত্রসহ আরও অনেকে। এর মধ্যে দেব ইতোপূর্বে সুস্থ হয়ে গেছেন।