সিএনএম প্রতিনিধিঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন সরকার সচেষ্ট রয়েছে ।
বুধবার (১৯ মে) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিক ইউনিয়ন আয়োজিত করোনাকালীন সময়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দ্বিতীয় পর্যায়ে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিষয়টিকে আবেগতাড়িত হয়ে না দেখে যেহেতু মামলা হয়েছে, সেহেতু তিনি যেন সুবিচার পান সেটা দেখা উচিত। আমরা দেখছি, সরকারে ওপর আস্থা রাখুন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার ঘটনা ঘটছে। সেটা নিয়ে তো বিভিন্ন সংস্থার কোন বিবৃতি নাই, কিন্তু রোজিনা গ্রেপ্তারের ইস্যুতে তারা ঠিকই বিবৃতি দিয়েছে। জাতিসংঘও তো ফিলিস্তিন ইস্যুতে কথা বলতে ৭ দিন সময় নিয়েছে।
পরে চেক বিতরণ অনুষ্ঠানে প্রায় ৯০ জন সাংবাদিকের হাতে কল্যাণ ট্রাস্টের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও বিএফইউজে’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।