সিএনএম ডেস্কঃ
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের প্রেম-বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। বিয়ের বিষয়ে কখনোই পরিষ্কার করে কিছু জানাননি তিনি। তবে এবার রাকুলের বিয়ে নিয়ে মুখ খুললেন তার ঘনিষ্ঠ বান্ধবী উপস্থাপিকা ও অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু।
তিনি জানান, ‘আগামী এক বছরের মধ্যে রাকুল বিয়ে করবেন। সে বিয়ের জন্য আরো সময় নেওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু তার বাবা-মা আর সময় দেবেন না। খুব শীঘ্রই রাকুলের হবু বরের বিষয়ে বিস্তারিত জানাব।’
প্রসঙ্গত, বর্তমানে রাকুলের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ আছে। বলিউডের স্বানমধন্য প্রযোজক রনি স্ক্রুওয়ালার সিনেমায় কনডম টেস্টারের ভূমিকায় পর্দায় হাজির হবেন রাকুল। তবে সিনেমাটির শিরোনাম সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।