আলমগীর সেলিমঃ
রাজধানীর যাত্রাবাড়ি থানায় গত শুক্রবার (২৩ এপ্রিল) তথাকথিত সাংবাদিকদের ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনের বিরুদ্ধে মৎস ব্যবসায়িরা মামলা করেন।
সূত্রে জানা যায়, যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয় ।যাহার নং-৮৬। মামলায় আসামীরা হলেনঃ (১) সানী, (২) নিবিড়, (৩) অনিক, (৪) হাসান, (৫) রিপন, (৬) আবুল, (৭) নুরু,(৮) নিরব, (৯) ইব্রাহিম, (১০) শামিম।
মামলার আসামী হাসান ক্রাইম নিউজ মিডিয়াকে জানান, যাত্রাবাড়ির ফ্লাইওভারের উপরে কিছু যুবক ভোর বেলা কার্ভারভ্যান-এ ড্রাম ভর্তি কয়েক ড্রাম জাটকা ইলিশ মাছ আটক করে। তাহারা কয়েকজন সাংবাদিক মিলে তথ্য সংগ্রহের কাজে নিয়জিত থেকে জাটকা ইলিশ মাছের ফুটেজ ধারণ করে। সাংবাদিক দেখে যুবকরা পালিয়ে যাওয়ায় আড়তের কিছু মৎস ব্যবসায়ি সংবাদ পেয়ে ঘটনাস্থলে এগিয়ে আসে। মৎস লুটপাটকারী যুবকদের না পেয়ে সাংবাদিকদের আটক করে গণধোলাই দেন মৎস ব্যবসায়িরা, ব্যবসায়িরা মৎস লুটপাটের জন্য দায়ী করেন সাংবাদিকদের।
স্থানীয় আওয়ামীলীগের নেতা হারুন অর রশিদ মুন্নার ছোট ভাই শওকত হোসেন ঘটনার বিষয়ে স্থানীয় পর্যায়ে আপোষ-মিমাংসা করার চেষ্টা করেন। অভিযুক্তরা এ বিষয়ে কোন কর্ণপাত না করায় মিমাংসার চেষ্টা বিফল হওয়ায় ব্যবসায়িরা থানায় মামলা করেন।
অভিযুক্তরা কে কোন পত্রিকার সাংবাদিক এ রির্পোট লেখা পর্যন্ত জানা যায়নি।
বিস্তারিত আসছে—