সিএনএম প্রতিনিধিঃ
শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা এলাকায় ৪ মণ জাটকা জব্দ করেছে পালং মডেল থানা পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে একটি অটোরিকশা থেকে এ জাটকা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই জানান, এক সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে ৪ মণ জাটকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাটকা বহনকারীরা আগেই সটকে পড়েছেন। এসব মাছ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
জব্দকৃত জাটকা স্থানীয় মাদরাসা, এতিমখানা ও সরকারি শিশু সদনে বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা পলাশ হালদার, পালং মডেল থানার এসআই উজ্জলসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন ।