সিএনএম প্রতিবেদকঃ
রাজধানীর মিরপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার (৩১ জানুয়ারী) সকালে মিরপুর ২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে এই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
সকাল ৮টার দিকে সনি সিনেমা হলের সামনে অবস্থিত নিয়ে বিক্ষোভ করতে থাকেন ওই এলাকায় অবস্থিত কোরিয়ান জিনস ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিকরা। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুর শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) রফিক হাসান জানান, ‘কোরিয়ান জিনস ম্যানুফ্যাকচারিং নামের কারখানার শ্রমিকরা সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পুলিশ মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। চেষ্টা চালানো হচ্ছে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার।