সিএনএম প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্ম নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার মাওয়া কবুতরখোলা অঞ্চল থেকে এসব মাছ উদ্ধার করা হয়।
বেলা ১১টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে মাওয়া কোস্টগার্ড স্টেশনের সদস্যরা কবুতরখোলা অঞ্চল সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় নদীর পাড়ে থাকা ১০টি গ্যালন তল্লাশি করে আনুমানিক ২,০০০ কেজি (৫০ মণ) জাটকা পায়। অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দ করা জাটকা লৌহজং উপজেলার জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব, দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের অন্তর্ভুক্ত এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।