সিএনএমঃ
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে গত ৬ এপ্রিল শাহে আলম মুরাদের নেতৃত্বে রাজধানীতে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। বায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত সে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তখন অনেকেই প্রশ্ন তোলেন রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে মিছিল করেন তারা।
তারপর থেকেই শাহের আলম মুরাদসহ মিছিলকারী অন্যান্য নেতাকর্মীদের গ্রেফতারের জন্য তৎপরতা চালায় পুলিশ।