রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
মালিবাগ সবুজ বাংলা আবাসিক হোটেল এর অন্তর্রালে পতিতালয় নারী পাচারকারীদের জিম্মি দশা হতে আটক থাকা নারীরা উদ্ধার হতে চায়। চার মাসে কুরআনের হাফেজ ১০ বছরের অটিস্টিক শিশু আহমাদ সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত কোনো রক্তচক্ষুকে পরোয়া করে না নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের আহ্বান জামায়াত আমিরের ট্রেনে বিজিবির অভিযান, কোটি টাকার হেরোইন জব্দ তিতাসে সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২০৪ ১২ লক্ষ কর্মী প্রেরণের সুযোগ হারাতে বসেছে বাংলাদেশ রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, অভিযুক্ত দুজন আটক জামায়াত, জিয়া ও খালেদার বিচারের পর হাসিনার বিচার করতে হবে

মতলবের ১৮টি গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপিত

  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৪.১৭ পিএম
  • ৩৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৮টি গ্রামে সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার সাড়ে পাঁচআনী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর এর প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় মোহনপুর ইউনিয়নের আইঠাদি পাঁচআনী (পাঁচআনী গায়েবি মাজার সংলগ্ন পাঁচআনী কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে) সকাল ১০ টায়। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মোঃ মোছাচ্ছির খান। এরপর তৃতীয় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় মোহনপুর ইউনিয়নের দেওয়ান কান্দি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ১০ টায়। এতে ইমামতি করেন মাওলানা মোঃ আরিফ ইসলাম। এসময় এসব ঈদের জামায়াতে আশেপাশের গ্রামের মুসুল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসব ঈদের জামায়াতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য মতলব উত্তর থানা পুলিশ প্রতিটি ঈদগাহে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এদিকে, প্রতিটি ঈদগাহে ঈদের জামায়াত আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি ও নামাজ শেষে মিষ্টি মুখ করেন তারা।

মতলব উত্তর উপজেলার ১৮টি গ্রামে যেসব স্থানে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে, সেগুলো হলো: উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচআনী, বাহেরচর পাঁচআনী, আইটাদি পাঁচআনী, দেওয়ানকান্দি, লতুর্দী, সাতানী ও দক্ষিণ মাথাভাঙ্গার আংশিক, সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের একাংশ, ইসলামবাদ ইউনিয়নের মধ্য ইসলামবাদ গ্রামের একাংশ, ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের একাংশ, এখলাছপুর ইউনিয়নের মধ্য এখলাছপুর (বড়ইকান্দি) গ্রামের একাংশ এবং ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি, রামদাশপুর, চরমাছুয়া, হাজিপুর, দক্ষিণ রামপুর, সরকারপাড়া ও ঠাকুরপাড়া গ্রামগুলোর একাংশ মুসলমানরা ঈদ উদযাপন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com