রবিবার, ১১ মে ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

তিতাসে সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৮.৫২ পিএম
  • ৫২ বার পড়া হয়েছে
সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন বিএনপি শাখা’র দ্বি বার্ষিক কাউন্সিল ২০২৫ইং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পুরান বাতাকান্দি এলাকায় এ কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোসা: রুবি ইসলাম, মো. মাহাবুব আলম সরকার, মো. কামরুজ্জামান হীরা, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মেম্বার, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূঁইয়া, মো. আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহাজাহান সওদাগর, শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক, সদস্য  সচিব মো. ঈসমাঈল, উপজেলা জাসাস’র আহ্বায়ক ছামির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার, কড়িকান্দি সদর বিএনপির আহ্বায়ক মোহর মুন্সি, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, বলরামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজনু পাঠান, সদস্য সচিব নজরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মাঈনুদ্দিন সরকার খুশুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাতানী ইউনিয়ন বিএনপি শাখা’র সভাপতি পদে তিনজন ও সাধারন সম্পাদক পদে চারজন পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন।
এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাতানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দারগা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান হীরা ও রবিউল ইসলাম টুলু। সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, ডি এম রাসেল, রুবেল মিয়া, মাইনুদ্দিন শিকদার ও আক্তার মিয়া।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে সমন্বয় করে উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, সিনিয়র নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ অনুযায়ী সাংগঠনিক নিয়ম মেনেই কমিটি গঠন করার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com