সিএনএমঃ
ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটকে রাজধানীর নিউমার্কেট থানা পুলিশের কাছে সোপর্দ করে।
তার বিরুদ্ধে দক্ষিণ আব্বা বাহিনীকে পৃষ্ঠপোষকতা, চাঁদাবাজি, দখলবাজি ও হত্যাসহ নানা অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানায়, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সহযোগী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন সন্ত্রাসী আব্বা বাহিনীর পৃষ্ঠপোষকতা করে এলাকায় মুর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিলেন। তিনি সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছেন।