টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল লিচু তলায় শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে মাথায় বেলগাছ পড়ে মিজানুর রহমান(৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
নিহত মিজানুর নগদা শিমলা ইউনিয়নের উত্তর বিলডগা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোশাররফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মো. মোশারফ হোসেন জানান, মিজানুর রহমান দুপুরে ভ্যানে চতিলা বাজার থেকে একজন যাত্রী উঠিয়ে গোপালপুর যাচ্ছিলেন। বাইশকাইল লিচু তলায় আগে থেকেই কয়েকজন শ্রমিক রাস্তার পাশের একটি বেলগাছ কাটছিলেন। মিজানুর ওই গাছের নিচ দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় গাছটি তার মাথার উপর পড়ে যায়। এতে গাছ লেগে মাথা থেতলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।