1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

১৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার ১০

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৪.৫২ পিএম
  • ৪৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর শাহবাগের নগর ভবন এলাকা থেকে ১৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন চোরাকারবারি চক্রের দশ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো. রিয়াজ উদ্দিন (৩৬), ২। মো. আওলাদ হোসেন (৪০), ৩। আলম জমাদ্দার (৩৭), ৪। মো. বিজয় ছৈয়াল (১৮), ৫। মো. আকাশ (১৮), ৬। ওমর ফারুক (৩২), ৭। মো. রফিক (৪৮), ৮। নেহাল রহমান সবুজ (৩৫), ৯। মো. রাসেল ভূইয়া (৩০) ও ১০।মো. বাহার (৪৬)।

বুধবার (২৯ জানুয়ারি)  সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় শাহবাগ থানাধীন নগর ভবনের বিপরীত পাশে ওসমানি উদ্যান সংলগ্ন রাস্তার ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকায় ডিবি-ওয়ারী বিভাগ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহবাগ থানার নগর ভবনের বিপরীত পাশে ওসমানি উদ্যান সংলগ্ন রাস্তার ফুটপাতের উপর কতিপয় ব্যক্তি বিপুল পরিমান চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে উল্লিখিত দশজনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ১৬২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের ৪/৫ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত এবং পলাতকরা মোবাইল ফোন চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উক্ত চোরাই মোবাইল ফোনগুলো বিক্রয় করার জন্য উক্ত স্থানে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com