সিএনএমঃ
হবিগঞ্জ জেলার মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধরাবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম জুয়েল মিয়া (৪০)। তিনি উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আউশ মিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, ভারত থেকে গাঁজা নিয়ে আসার সময় একদল মাদক পাচারকারীকে ধাওয়া করে ডিবি সদস্যরা। এ সময় বাকিরা পালিয়ে গেলেও আটক করা হয় জুয়েল মিয়াকে।
হবিগঞ্জ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) নন্দন কান্তি ধর বলেন, ‘‘অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে ৮-১০টি মাদক ও ডাকাতি মামলা রয়েছে। এছাড়া, তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হবে।’’