শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মেহেরপুরে অস্ত্রগুলি ও কৃষি পণ্য উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১০.৪৮ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

 

সিএনএমঃ

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল(৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
রবিবার সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও কাথুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
মেহেরপুর র‍্যাব-১২, সিপিসি- ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ্ জানান, নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন এর নেতৃত্বে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ধঞ্চে গাদার নিচ থেকে ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়া বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাউল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাউল উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com