সিএনএমঃ
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারীর নামে একাধিক মামলা রয়েছে। তার ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকার পতনের পর প্রকাশ্যে মিছিল করে ২০০৯ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও তুলেছে।