সিএনএম প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নজরুল ইসলামকে (৪৮) গুলিবিদ্ধের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ছিনতাইকৃত ইয়ারগান উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। নজরুল কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মনজুর আলীর ছেলে।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মূলহোতা যশোরের বাঘারপাড়া উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের নাসিম রেজা (২০) এবং তার সহযোগী একই গ্রামের সুমান্ত বিশ্বাস (১৫)। কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া ও আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুটারের কাজে ব্যবহার করা ইয়ারগানটির মূল্য চার লক্ষাধিক টাকা। পুলিশ সুপার আরো বলেন, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে নজরুল ইসলাম তার বাড়ির সামনে মুখের বামপাশের চোয়াল গুলিবিদ্ধ হন। তথ্য অনুসন্ধান করে দেখা যায়, ইয়ারগান বিক্রির জন্য গত কয়েকদিন ধরে বিভিন্ন লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন নজরুল। বেচাকেনায় দরদামের একপর্যায়ে বাকবিতন্ডায় নাসিম রেজা ভূক্তভোগী নজরুলকে ওই ইয়ারগান দিয়ে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় জনসাধারনের ভয়ে ইয়ারগানটি তাৎক্ষণিক বাঁশবাগানে ফেলে পালিয়ে যায় তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে ওই বাঁশবাগান থেকে ইয়ারগানটি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল নাসিমের। তবে তার আগেই গ্রেফতার হয় নাসিমসহ তার সহযোগী।
ইয়ারগানের গুলিবিদ্ধ নজরুল বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।