মো. সাকিব হোসেইনঃ
কুমিল্লার তিতাস উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার “তিতাস প্রেস ক্লাবের” সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তিতাস থানার নবাগত অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ।
গতকাল শুক্রবার (১৫সেপ্টেম্বর) সন্ধ্যায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল সাংবাদিকদের কাছে অপরাধ মুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতা চান নবাগত ওসি কাঞ্চন কান্তি দাশ।
অফিসার ইনচার্জ বলেন, সাংবাদিকরা সমাজের অনেক অসংগতি তুলে ধরেন যেগুলো আমরা সবাই মিলে মিশে সমাজ থেকে দূর করতে পারি। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।
পরিচিতি পর্বে সাংবাদিকরা পেশাগত কাজে নবাগত অফিসার ইনচার্জের সহযোগিতা সহ আন্তরিকতা কামনা করেন।
মতবিনিময় সভায় পরিদর্শক (তদন্ত) মো. নয়ন মিয়া, সাংবাদিক কবির হোসেন, মো. আসলাম, হুমায়ন কবির কাজল, জুয়েল রানা, শরীফ আহমেদ সুমন, সাকিব হোসেইন, আলমগীর হোসেন, রাসেল মুন্সি, তৌফিকুল ইসলাম, নজরুল ইসলাম, কাইমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।