1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আগামী জাতীয় নির্বাচনে বিরোধীদলের মাঠ শূন্য করতে আবারও চক্রান্ত চলছে

  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৯.২১ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

সিএনএম:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিরোধীদলের মাঠ শূন্য করতে আবারও চক্রান্ত চলছে। সারাদেশে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করা হচ্ছে। গ্রেফতার-হামলা চলছে। সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নির্ধারণ নিয়ে যৌথসভা হয়। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল।

সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি আপনাদের একটি আশঙ্কার কথা বলি, এটি বলা দরকার, জাতির জানা উচিত। সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে, যেন নির্বাচনে বিরোধীদলকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা যায়। তারা অতীতের মতো আরেকটি বিরোধীদলশূন্য ও ভোটারবিহীন নির্বাচন করতে চায়।

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। মির্জা ফখরুল জানান, ওইদিন সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন এবং ফাতিহা পাঠ করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার বিষয়ে তারিখ ও স্থান পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত সঠিক হয়নি বলে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এ হামলায় তারেক রহমান বা বিএনপির কোনো নেতা কোনোভাবেই জড়িত ছিলেন না। মুফতি হান্নানকে দীর্ঘদিন আটকে রেখে তার জবানবন্দির ওপর ভিত্তি করে তারেক রহমানকে এ হামলা মামলায় যুক্ত করা হয়। এমনকি মুফতি হান্নান এই জবানবন্দির বিরুদ্ধে এফিডেভিট দিয়ে বক্তব্য প্রত্যাহার করেন। পরে মুফতি হান্নানকে অন্য একটি মামলায় ফাঁসি দিয়ে তড়িঘড়ি করে রায় কার্যকর করা হয়। যাতে তিনি এ মামলায় পরে আর কোর্টে আসার কোনো সুযোগ না পান।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিরোধীদলের মাঠ শূন্য করতে আবারও চক্রান্ত চলছে। আমাদের দলীয় কার্যালয়ে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। গত শনিবার হবিগঞ্জে সাবেক মেয়র জি কে গউছের বাড়িতে গুলি করা হয়। তিন শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে দলীয় কার্যালয়ে হামলা ও গুলি করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক মো. আব্দুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সারোয়ার ও খায়রুল কবির খোকন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com