চাঁদপুর প্রতিনিধঃ
চাঁদপুরের হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান পরিচালনা করে যাত্রীবাহী এক লঞ্চ থেকে ২ হাজার ৫শ কেজি (আনুমানিক ৬২.৫ মণ) জাটকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।
লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি জানান, আজ সকালে হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান পরিচালনা করে ২ হাজার ৫শ কেজি জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দ করা জাটকাগুলো স্থানীয় ২৭টি এতিমখানা ও স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা এভাবেই অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।