জনশুমারি ও গৃহগণনায় তথ্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (১৫ জুন) জনশুমারি শুরুর দিন সন্ধ্যায় বঙ্গভবনে জনশুমারিতে তথ্য দেন রাষ্ট্রপতি। আর বৃহস্পতিবার তথ্য দেন স্পিকার। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক জানান, করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন কারণে কয়েক দফা পেছানোর পর ১৫ জুন থেকে শুরু হয়েছে কাঙ্ক্ষিত ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’। এটি দেশের ষষ্ঠ জনশুমারি। সপ্তাহব্যাপী এ শুমারি চলবে আগামী ২১ জুন পর্যন্ত।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে জনশুমারি ও গৃহগণনা ২০২২ কার্যক্রমে নিজের তথ্য দিয়ে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতি জনশুমারির বিভিন্ন বিষয় জানতে চাইলে আমি সার্বিক বিষয়ে তাকে অবহিত করি।
প্রকল্প পরিচালক আরও জানান, আজ বৃহস্পতিবার (জুন ১৬) জনশুমারিতে তথ্য দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় গণনাকারী ও আমি উপস্থিত হয়ে স্পিকারের তথ্য নিয়েছি।