পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বাজারের পাশে টপস্টার স-মিলের পশ্চিম পাশে নদীর মধ্যে থেকে পলাশ মিয়া(৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
রাজশাহী জেলার আড়ানী গ্রামের কোরবান মিয়ার ছেলে ও সমাজ মিয়াপাড়ার মোতালেব আলীর জামাই । সে সমাজ বাজারে একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতো।
জানাযায়, ১৯ মার্চ শুক্রবার দিবাগত রাতে পলাশ দেহ ব্যবসায়ী সাথী নামের একটা মেয়েকে সমাজ বাজারের মৃত বয়ান হাজির ছেলে ইউনুস প্রামানিকের নির্জন একটি লিচুর বাগানে নিয়ে যায়।
অনুমানিক রাত তিনটার দিকে দেহ ব্যবসায়ী মেয়েটি সমাজ বাজারের ডিউটিতে থাকা নাইট গার্ড আব্দুল, দয়াল ও নজরুলের কাছে ছুটে গিয়ে বলেন, পলাশ আমাকে মোটর সাইকেল যোগে নিয়ে আসে, কিছু সময় পর কয়েকজন লোক আমাদের উপর হামলা চালিয়ে পলাশকে মারধর করছে, হয়তো এতোক্ষনে মেরে ফেলছে ।
তাৎক্ষনিক ডিউটিতে থাকা গ্রাম পুলিশ পান্নু সহ মেয়েটি পলাশকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, খুজে না পেয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে মেয়ে সহ একটি মটর সাইকেল উদ্ধার করে ভোর রাতেই তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
২০ মার্চ শনিবার সকালে এলাকাবাসী জমি দেখতে গেলে লাশ দেখতে পেয়ে হ্যান্ডিয়াল তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মোঃ মফিজুল হক বলেন, ভোরে খবর পেয়ে মেয়ে সহ একটি মটর সাইকেল উদ্ধার করা হয়। পরে মেয়েটাকে চাটমোহর থানায় পাঠানো হয়। এবং বিকালে ওই মটর বাইক চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনায় পাঠানো হবে।