লাইট, ক্যামেরা, অ্যাকশন। তিনটে শব্দ যেমন অভিনেতাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, তেমনই বিতর্ক, গুঞ্জন শব্দগুলোও যেন পিছু ছাড়ে না। যেমন আপাতত রফিয়াদ রশিদ মিথিলাকে ঘিরে নতুন গুঞ্জনে সরগরম টালিপাড়া। ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজন করতে গিয়ে নাকি প্রেমে পড়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের ঘরনি! কার সঙ্গে? তিনিও ইন্ডাস্ট্রিরই আর এক পরিচালক, দেবালয় ভট্টাচার্য। মন্টু পাইলট ২-এর শ্যুটিংয়েই নাকি পরিচালক-নায়িকার ঘনিষ্ঠতা বাড়ে।
এই সিরিজটি প্রকাশ হওয়ার পরই গুঞ্জন ছড়িয়ে পরে সিরিজটির পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে মিথিলার। টলিপাড়ায় ইদানীং এই গুঞ্জনই চর্চিত। সেটা এখন ঢাকায়ও উড়ে এসেছে। তবে সত্যিই কি প্রেম তাদের মধ্যে? বিষয়টি পরিস্কার করেছেন পরিচালক দেবালয় নিজে?
আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবালয় বলেন, ব্যক্তিগত জীবনে আমি খুবই খুশি। এই বিষয়টা এ বার সত্যিই হাস্যকর জায়গায় চলে গিয়েছে। পুরোটা সৃজিতও জানে।
স্ত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সৃজিত কিছু বলেননি? উত্তরে দেবালয়ের বলেন, ‘আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে। আমরা মজা করে ছবিও তুলেছি। কারও সঙ্গে যদি কারও কিছু থাকে, তা হলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে চর্চা হবে কেন? আমি তো বুঝতেই পারছি না। আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে ‘মন্টু পাইলট ২’-এর সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এই সমস্ত কথায় কিছু যায় আসে না।