বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ‘চোর বলে অ্যাখ্যায়িত করে’ ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ায় চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আব্দুন নূর তুষারকে ওই ফেসবুক পোস্ট রিমুভ করে ক্ষমা চাইতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এইচ এম দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক এ কে এম মাসুম বিল্লাহর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক এ নোটিশ পাঠান।
গত বৃহস্পতিবার (২ জুন) এ নোটিশ পাঠানো হয়।
সোমবার (৫ জুন) নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক বলেন, একটি ইংরেজি পত্রিকায় প্রকাশিত ‘বাংলাদেশ ব্যাংক জিএম, ডিজিএমস ডেজিনেশন চেঞ্জড’ শিরোনামে রিপোর্টের লিংক শেয়ার করে ক্যাপশনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের চোর বলে অ্যাখ্যায়িত করেন আব্দুন নূর তুষার। এই পোস্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মানহানি করা হয়েছে। এ কারণে আব্দুন নূর তুষারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। তিনি এখন পর্যন্ত ক্ষমা চাননি। এছাড়া এ ধরনের ফেসবুক পোস্ট দেওয়ার জন্য তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যাথায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।