শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের পর দেশটিতে কোনো সংসদ অধিবেশন বসে নি। নতুন প্রধানমন্ত্রী রনিল প্রধানমন্ত্রি হিসেবে নিয়োগ পাওয়ার পরে দেশটিতে মঙ্গলবার (১৭ মে) পার্লামেন্ট অধিবেশন বসে।
শ্রীলঙ্কার বিরোধী দল বিরোধী দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ) এর নেতা এমএ সুমন্থিরন সংসদ অধিবেশনে প্রেসিডেন্ট গোটাবায়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে। পার্লামেন্ট সদস্যদের মধ্যে ১১৯ জন অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। অনাস্থা ভোটের পক্ষে ভোট দেন ৬৮ জন। ভারতীয় সংবাদমাধ্যম দ্যা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
শ্রীলঙ্কাতে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে গোটাবায়ার এ বিজয় কিছুটা হলেও তার জন্য স্বস্তিদায়ক। একই অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা দলের সংসদ সদস্য অজিত রাজাপক্ষেকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। ১০৯ ভোট পেয়ে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সামাগি জানা বালাওয়েগায়া ৭৮ টি ভোট পান। এ ছাড়া ২৩টি ভোট বাতিল হয়ে যায়।
দেশটিতে অর্থনৈতিক সংকটে সরকারের পদত্যাগের দাবিতে ১ মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভে এখন পর্যন্ত ৯ জন নিহত ও ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।