ফেনীর পরশুরাম উপজেলার ডাকবাংলা মোড়ে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে র্যাব-পুলিশের সদস্যদের মধ্যে হাতাহাতি ও মারামারিতে পুলিশের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, তল্লাশির সময় পুলিশ ও র্যাব সদস্যরা সাদা পোশাকে থাকায় কেউই কাউকে চিনতে পারেননি।
মঙ্গলবার (১৭ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরশুরাম উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইয়াছিন আলাউদ্দিন ডালিম দুই পুলিশ সদস্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
আহত পুলিশ সদস্যরা হলেন- পরশুরাম থানার এএসআই মো. রেজাউল করিম, এএসআই মোহাম্মদ ইব্রাহিম, কনস্টেবল মোহাম্মদ নুরুন্নবী ও মাহবুব হোসেন। উপপরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম ও পুলিশ কনস্টেবল মোহাম্মদ নুরুন্নবীকে হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী সুবার বাজারের দিক থেকে একটি সাদা প্রাইভেটকার পরশুরাম সদরের কলেজ রোডে পৌঁছালে টহলরত পুলিশের একটি টিম কারটির গতিরোধ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রাইভেটকরের যাত্রীরা পুলিশ সদস্যদের সাথে তর্কবিতর্ক শুরু করেন। হাতাহাতি থেকে একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়।
পরশুরাম থানার একজন এসআই নাম প্রকাশ না করে বলেন, সন্ধ্যা ৮টার দিকে উপজেলার সু্বার বাজারের দিক থেকে একটি সাদা প্রাইভেটকারকে আসতে দেখে থানার পুলিশ সদস্যরা উপজেলা সদরের কলেজ রোডে তাদেরকে থামতে সংকেত দেওয়া হয়। কিন্তু র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমেই নিজেদের পরিচয় না দিয়ে তর্কবিতর্ক ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ সদস্যদের সাথে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়। তিনি জানান, পুলিশ সদস্যরা পরিচয় দেওয়ার পরও র্যাব সদস্যরা তাদেরকে মারধর করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাশকুর রহমান জানান, গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে কথা-কাটাকাটি হয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হওয়ার ঘটনা ঘটেছে। দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। আলাপ-আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি অবসান হয়েছে।
ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, সামান্য ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হয়ে যাবে।
ফেনীর র্যাব-৭ কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, পরশুরামে র্যাব-পুলিশ হাতাহাতির ঘটনাটি উভয় বাহিনী সাদা পোশাকে থাকায় ভুল বোঝাবুঝিতে হয়েছে।