ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত (৩০) ছিনতাইকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মে) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৯৮ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলামউজ্জামান আসলাম বলেন, আমরা খবর পেয়ে আশুলিয়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ছিনতাই করতে যেয়ে অজ্ঞাত এক যুবক গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে এমন খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করি। তবে সে কী ছিনতাই করতে গিয়েছিল সে বিষয়ে কিছু বলতে পারছি না। কারণ আমরা তাকে আহত অবস্থায় ঢামেকে নিয়ে এসেছি আর ঘটনাস্থলে অন্য টিম কাজ করছে।