পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ফেডারেল সরকার পাঞ্জাব প্রদেশের গভর্নর ওমর সরফরাজ চিমাকে অপসারণ করেছে। সোমবার (৯ মে) মধ্যরাতে ফেডারেল সরকারের তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এ ঘোষণায় জানানো হয়, শাহবাজ শরিফ গত ১৭ এপ্রিল প্রেসিডেন্ট আরিফ আলভিকে পাঞ্জাব গভর্নরকে অপসারণের পরামর্শ দিয়েছিলেন। সে অনুযায়ী ১ মে থেকে এটি কার্যকর হয়েছে। সেই সঙ্গে ওমর সরফরাজ চিমাকে দাপ্তরিক দায়িত্ব থেকে অপসারণ করা হলো। এর আগে আরিফ আলভি প্রধানমন্ত্রী শরিফের পাঞ্জাব গভর্নরকে অপসারণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে জানা যায় প্রেসিডেন্ট সংবিধানের ১০১ (৩) অনুচ্ছেদ অনুযায়ী অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, অপসারণের পর ওমর সরফরাজ চিমা। বিষয়টি নিয়ে টুইট করেছেন। টুইট বার্তায় তিনি শাহবাজ ফেডারেল সরকারকে ‘সিসিলিয়ান মাফিয়া’ বলে উল্লেখ করেন। সোমবার প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটারে বলা হয়েছিল, ‘আরিফ আলভি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন তার অনুমোদন ছাড়া পাঞ্জাবের গভর্নরকে অপসারণ করাসম্ভব নয়।’
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, প্রেসিডেন্ট আলভি এমন কোনো কর্মকাণ্ডে যেন লিপ্ত না হন। যার ফলে আগামী দিনে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর পরামর্শ বাস্তবায়ন করতে প্রেসিডেন্ট বাধ্য হলে তা সংবিধান লঙ্ঘনের সমতুল্য হবে।