আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গাধায় জল ঘোলা করে খায়। তেমনি বিএনপি জল ঘোলা করে নির্বাচনে আসবে। বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি চোখে সর্ষেফুল দেখছে, আন্দোলন করছে, কিন্তু তাদের নেতা কে?
বৃহস্পতিবার (৫ মে) রাতে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
বিএনপি সরকার গঠন করলে সরকার প্রধান হবে কে? এমন প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে বিএনপি আসবে। যথাসময়ে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহত্তর নোয়াখলীতে উন্নয়নের বিষয়ে তিনি বলেন, আমার আমলে ফেনীসহ বৃহত্তর নোয়াখালীতে কতগুলো ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, কেন এখানে বিএনপির মওদুদ সাহেবও মন্ত্রী ছিলেন। তারা কী উন্নয়ন করেছে? এত কাজ, শুধু ফেনী নয় সারাদেশে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।
বিএনপিকে নির্বাচনে ফেরানোর জন্য বিদেশের কাছে সরকারের নালিশের বিষয়টি তিনি নাকচ করে বলেন, দেশে আগাম নির্বাচন হবে না। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সব মন্ত্রণালয় চলে যাবে। নির্বাচনকালীন সময়ে সব মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে থাকবে। বাংলাদেশের সংবিধান বিশ্বে প্রশংসিত। সুতরাং বিএনপিকে নির্বাচনে ফেরাতে বিদেশের কাছে নালিশ করতে হবে কেন? সংবিধান অনুযায়ীই যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে মন্ত্রী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার ভারসাম্য রক্ষা করছে। এখন যেটা হচ্ছে সেটা ইউক্রেন যুদ্ধের প্রভাবে হচ্ছে। ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়েছে।
এসময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. হাফেজ আহমদ ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।