মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছে স্পাইস জেটের যাত্রীবাহী একটি প্লেন। এরপর মুম্বাই-দুর্গাপুর রুটের ফ্লাইটটি দুর্গাপুর বিমানবন্দরের রানওয়েতে সঠিকভাবে অবতরণ করতে না পারায় প্রবল ঝাঁকুনি খায়। এতে প্লেনের অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জনিয়েছে, বোয়িং বি৭৩৭ মডেলের এসজি-৯৪৫ ফ্লাইট মুম্বাই থেকে উড্ডয়নের পর মাঝ আকাশে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে। এরপর অবতরণের সময় ঝাঁকুনিতে এর ৪০ যাত্রী আহত হন। তাদের মধ্যে অন্তত ২০ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তবে সামগ্রিকভাবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
প্রতিদিন সন্ধ্যায় মুম্বাই থেকে দুর্গাপুরে প্লেন চলাচল করে। রোববারও (১ মে) শিডিউল অনুযায়ী স্পাইস জেটের প্লেনটি যাত্রা করে ঝড়ের কবলে পড়ে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্পাইস জেট কর্তৃপক্ষ। একইসঙ্গে আহত যাত্রীদের সব ধরনের সহযোগিতার কথা বলেছে তারা।
সূত্র : আনন্দবাজার, এনডিটিভি