সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সুইডেনের বিভিন্ন শহরে ডানপন্থী উগ্রগোষ্ঠীর দ্বারা কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে এই ঘটনার ফলে সৃষ্ট সহিংসতায় বেসামরিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হতাহতের ঘটনায় আমরা উদ্বিগ্ন।
গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সুইডেনের এই কট্টর গোষ্ঠী কোরআনের একটি কপি পোড়ায় এবং ঘোষণা দেয় সামনের দিনে তাদের সমাবেশ থেকে আবারও এই কাজ করার পরিকল্পনা করছে। এর বিরুদ্ধে সুইডেনে তীব্র ধিক্কার উঠেছে এবং সুইডেনের বাইরেও এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে।
বাংলাদেশের দেওয়া বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে ধর্মীয় স্বাধীনতাকে অবশ্যই সম্মান করা উচিত। সব পক্ষকে উষ্কানি ও সহিংসতামূলকৈ আচরণ থেকে বিরত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাই আমরা।