রবিবার, ২২ জুন ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

প্রতিটি মানুষের ধর্ম তার ব্যক্তিগত ব্যাপার: বাপ্পী

  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১২.০৭ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

কয়েকটি ঘটনায় দেশে ফের ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। টিপ পরা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গেছে। এর ফাঁকে মুন্সীগঞ্জের একটি স্কুলের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হয়েছেন। আবার সদ্য হিজাবকে কেন্দ্র করে তৈরি হয়ে গেলো নতুন ইস্যু।

এতসব ধর্মীয় ইস্যুতে দেশের সাম্প্রতিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সচেতন মানুষেরা নিজ নিজ জায়গা থেকে এসবের প্রতিবাদ করার চেষ্টা করছেন। বিনোদন জগতের অনেকেও সরব হয়েছেন।

বাপ্পী লিখেছেন, ‘ধর্মীয় কোনো ইস্যুতে আগ বাড়িয়ে নাক গলানো আমার কখনো ভালো লাগে না। তবে অশান্ত এই মনটাকে শান্ত করতে কিছু কথা না বলে পারছি না। ধর্ম ব্যক্তিগত ব্যাপার। জন্মসূত্রে পাওয়া নিজের ধর্মের প্রতি বিশ্বাস যেমন ব্যক্তিগত ব্যাপার, পৃথিবীর প্রতিটি মানুষের ধর্মও ঠিক তেমনি তার তার ব্যক্তিগত ব্যাপার।’

সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে বাপ্পীর বক্তব্য, ‘বর্তমান সময়ে চলমান বেশ কয়েকটি ইস্যু বারবার আমার মনকে অশান্ত করে তুলছে। টিপকাণ্ড, বিজ্ঞান স্যারের কারাবাস, এ সবের শেষ কোথায়? কিংবা শুরুটাই বা কিভাবে? অন্যের ধর্মের প্রতি এতোটা ব্যক্তিগত আক্রোশ নিয়ে এরা বসবাস করছে কী করে? এমনও তো নয় যে এসব কোনো পড়ালেখা না জানা, শিক্ষার আলো থেকে দূরে থাকা কোনো কুসংস্কারাছন্ন অন্ধকার জগতের মানুষেরা করছে। আধুনিক এই যুগে, যখন সবাই নিজ কাজ করে সময় পায় না, তখন তারা অন্যের ধর্ম নিয়ে ভাবার সময়ই বা পায় কখন?’

বাপ্পী চৌধুরীর ফেসবুক পোস্ট

প্রতিটি ধর্মেই শান্তির কথা বলা আছে, এমনটা জানিয়ে বাপ্পী লেখেন, ‘ইসলাম মানেই শান্তি, সনাতন ধর্ম কখনো ঘৃণা শেখায়নি, বৌদ্ধ ধর্মেতো জীব হত্যাই মহাপাপ, আর যিশু নিজের জীবন বিলিয়ে দিয়েছেন শান্তি বাস্তবায়নে। তাহলে আমরা কেন শান্ত থাকতে পারছি না? আমরা কেন নিজের ধর্মের বার্তা শুনতে পাচ্ছি না? আমরা কেনো এতো আক্রোশ নিয়ে বসে আছি?’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com