জাল দলিলে অন্যের ফ্ল্যাটকে নিজের দেখিয়ে ঋণের মাধ্যমে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।
আসামিরা হলেন, ঋণ গ্রহণকারী নোয়াখালীর বাসিন্দা নূরুল ইসলাম পাটোয়ারী ওরফে মো. নুরুল হুদা, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (প্রকৌ.) মো. আবদুল্লাহ আল মাহমুদ ও সহকারী প্রকৌশলী মো. খায়রুল আলম।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক ডি, রোড ০৮ , প্লট ২৬৬ এর প্রকৃত মালিক ছিলেন আমেরিকা প্রবাসী এ এম মাহবুবুর রহমান। ওই জমিতে ডেভেলপারের মাধ্যমে ভবন নির্মাণের পর তার মালিকানাধীন ১ হাজার ১২৬ বর্গফুট আয়তনের এ-৫ নম্বরের একটি ফ্ল্যাটকে আসামি নূরুল ইসলাম পাটোয়ারী ওরফে মো. নুরুল হুদা নিজেকে ক্রয়সূত্রে মালিক দেখান।
এরপর জাল দলিলসহ বিভিন্ন কাগজপত্র দেখিয়ে এর বিপরীতে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন থেকে তিন দফায় মোট ৪০ লাখ টাকা ঋণ হিসেবে উত্তোলন করেন। আসামিরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত।
তাই তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪১৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।