পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে নোয়াখালী কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তাবাজার’র প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চাটমোহর উপজেলা চত্ত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাটমোহর উপজেলা শাখার সভাপতি মোঃ সালাউদ্দিন ফিরোজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলিগের সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ মাষ্টার।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোবামের পাবনা জেলা কমিটির যুগ্ন সম্পাদক,ভাংগুড়া উপজেলা সভাপতি, ডিডিএন নিউজের সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার ভাংগুড়া প্রতিনিধি প্রভাষক মোঃ গিয়াস উদ্দিন,সাপ্তাহিক চলনবিলের আলোর সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চাটমোহর শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, স্বাধীন খবরের সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ভাংগুড়া প্রেসক্লাবের সাংগঠনিক, সাপ্তাহিক চলনবিলের আলোর নির্বাহী সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি মোঃ রায়হান আলী, প্রেসক্লাবের সদস্য, চলনবিলের আলোর বার্তা সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম আপন, ভাংগুড়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও চলনবিলের আলোর স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ, দৈনিক আলোকিত সকালের ভাংগুড়া প্রতিনিধি ও সাপ্তাহিক চলনবিলের আলোর মোবাইল প্রতিনিধি মোঃ মেহেদী হাসান রানা,চাটমোহর অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চাটমোহর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন বাবু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য মোঃ জাহিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।