আজ (শুক্রবার) ১৪ শাবান ১৪৪৩ হিজরী দিবাগত রাতে দেশব্যাপী পবিত্র শব-ই-বরাত উদযাপিত হবে। এজন্য জুমার নামাজের খুতবায় দেশের মসজিদে মসজিদে এ বিষয়ে বয়ান দেওয়া হয়েছে। বয়ানে শবে বরাতের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি এ রাতে পবিত্রতা রক্ষায় আতশবাজি-পটকা ফোটানো বন্ধ এবং ইসলামের বিধানবহির্ভূত কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
শবে বরাতের পবিত্রতা রক্ষায় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতে আতশবাজি-পটকাবাজি নিষিদ্ধ করে গত ১৬ মার্চ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ ঘোষণা দিয়েছেন।
ঘোষণা মতে, আজ (১৮ মার্চ) শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ১৯ মার্চ (শনিবার) ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ থাকবে।
ডিএমপি সূত্রে জানা গেছে, প্রতিবছরই শব-ই-বরাতের রাতে আতশবাজি পটকাবাজি নিষিদ্ধ করে পুলিশ। তবুও রাজধানীর বিভিন্ন স্থানে আতশবাজি ও পটকাবাজি হয়। এবার যাতে এ ধরনের কোনো অনৈসলামিক কর্মকাণ্ড, বিস্ফোরণে দ্রব্য বহন ও ফোটানো না হয়, সেজন্য মসজিদে মসজিদে নির্দেশনার তথ্য পাঠানো হয়েছে।
পাশাপাশি আজ জুম্মা নামাজের খুতবায় শব-ই বরাতের রাতে আতশবাজি পটকাবাজি ডিএমপি কর্তৃক নিষিদ্ধের তথ্য ও ইসলাম বিরোধী হিসেবেও উপস্থাপন করা হয়।