রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের অধীনে চাইলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বুধবার (১৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানে তিনি এ দাবির কথা জানান।
ডিএনসিসি মেয়র বলেন, রাস্তা সিটি কর্পোরেশনের কিন্তু ট্রাফিক পুলিশ অন্য ডিপার্টমেন্টের। এই কারণে কোথাও নিয়ন্ত্রণ থাকছে না। ট্রাফিক ব্যবস্থাপনা ডিজিটাইজেশন করতে হবে। মান্ধাতার আমলের ট্রাফিক ব্যবস্থাপনা চলবে না। রোড আমাদের কিন্তু সেখানে কতগুলো গাড়ি চলবে সেটা নির্ধারণের ক্ষমতা আমাদের নেই। অনেকেই বলেন এই শহরে এত ট্রাফিক জ্যাম, ঢাকার মেয়ররা কী করেন? এখনও এখানে হাত দিয়ে গাড়ি থামানো হয়, যা বিশ্বের অন্য কোনো দেশে নেই।
তিনি আরও বলেন, যেভাবে আমরা খাল দখলমুক্ত করে পানিপ্রবাহ ঠিক করছি, একইভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষমতাও আমাদের হাতে দেন। তাহলে আমরা দেখাতে পারব কীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে যানজট মুক্ত করতে হয়।
রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।