রাজধানীর মতিঝিলের ‘মডার্ন ম্যানশন’কে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ভবনটির বিভিন্ন ফ্লোরে ফাটল দেখা দেওয়ায় পরীক্ষা-নিরীক্ষা শেষে এ ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (৯ মার্চ) সকালে ভবনটিতে ব্যানার লাগিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, গত রোববার (৬ মার্চ) ভবনটিতে ফাটলের প্রথম সংবাদ আসে আমাদের কাছে। আমদের টিম গিয়ে ভবনটিতে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে আসে। পরে রাউজকের সঙ্গে তিনদিন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, ১৫তলা ভবনটির দ্বিতীয়তলায় ৩টি এবং তৃতীয়তলার ২টি পিলারে ফাটল দেখা রয়েছে। ফাটলগুলো বেশ গভীর। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ভবনটি বাণিজ্যিক কিংবা বসবাসের অযোগ্য। তাই ভবনটিতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে মালিক পক্ষ ও পুলিশকে বিস্তারিত তথ্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে বলেও তিনি জানান।
এর আগে রোববার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, রোববার সন্ধ্যায় খবর পেয়ে আমাদের একটি টিম মডার্ন ম্যানশনে যায়। গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে ১৫তলা ভবনটির নিচতলা থেকে চারতলা পর্যন্ত ফাটল দেখা দিয়েছে। ফাটল বেশি থাকায় ভবনটিকে আমরা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছি।