সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির জীবনে স্মরণীয় দিন। ৭ই মার্চের ভাষণ ছিল মূলত স্বাধীনতার ডাক।
সোমবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবন দর্শনের অন্যতম দিক ছিল মানুষের জন্য ভালোবাসা। বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য তিনি আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন। জীবনের মূল্যবান সময় কারাবরণ করেছেন।
মন্ত্রী আরো বলেন, ৭ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছে। অন্যায়-অবিচার-শোষণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মার্চের ভাষণ আলোকবর্তিকা।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ চর্চার মাধ্যমে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে মন্ত্রী সবার প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।