নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের ছেলে মো. শাহীন মিয়া একই উপজেলার ৩নং দলপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ছেলে মো. শাহীন মিয়া শপথগ্রহণ করেছেন।
চেয়ারম্যান এই বাবা ও ছেলের বাড়ি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামে। উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং একাধারে তিনি একজন কবি, নাট্যকার, গীতিকার, লোকসাহিত্য গবেষক, সংগ্রাহক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
আর ইউপি চেয়ারম্যান ছেলে শাহীন মিয়া এলাকায় একজন সাদামাটা, বন্ধু বৎসল, পরোপকারী ও সাধারণ মানুষের সেবায় নিবেদিত ব্যক্তি হিসেবে সুপরিচিত। তিনি পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বাবা মো. নুরুল ইসলাম ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এবার ছেলে শাহীন মিয়াও দলপা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাদের প্রতি এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে দলপা ইউনিয়নবাসী খুবই খুশি। তাদের প্রত্যাশা, যেহেতু বাবা উপজেলা চেয়ারম্যান এবং ছেলে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাই এলাকায় উন্নয়ন কার্যক্রমও বেশি হবে এবং ইউনিয়নটির সাধারণ মানুষ সরকারি সব ধরনের সেবা পাবে।
দলপা ইউনিয়নের ইটাউতা গ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন, আমাদের ইউনিয়নের মানুষ খুবই ভাগ্যবান। আমরা একই ইউনিয়নে বাবা-ছেলে দুজন চেয়ারম্যান পেয়েছি। তাই তাদের প্রতি আমাদের চাওয়া এবং প্রত্যাশাও বেশি। আশা করি, উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আমাদের ইউনিয়নটিকে তারা একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। সব রকম উন্নয়ন হবে এবং কোনো মানুষই সরকারি সেবা থেকে বঞ্চিত হবেন না।
দলপা ইউপির চেয়ারম্যান মো. শাহীন মিয়া বলেন, ইউনিয়নবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি তাদের সেবক এবং সেবক হয়েই সাধারণ মানুষের সুখে-দুঃখে সব সময় আমি তাদের পাশে থাকতে চাই।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, আমরা যেহেতু বাবা-ছেলে দুজনই চেয়ারম্যান, সেহেতু আমার এলাকার সাধারণ মানুষসহ পুরো উপজেলাবাসীরই প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি। আমরা সেই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করছি এবং করব।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার। এ সরকারের প্রত্যেকটি উন্নয়ন কাজ আমরা তৃণমূল পর্যায়ে সুন্দরভাবে বাস্তবায়ন করে যাচ্ছি এবং করব। সরকারের নানামুখি কর্মকাণ্ডে সাধারণ মানুষ খুবই সন্তুষ্ট। আমরা এই সন্তুষ্টির জায়গাটি অক্ষুন্ন রাখার চেষ্টা করব।