লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ঘুমন্ত মাদ্রাসা ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করে ওই ছাত্রের পরিবার। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।
ভুক্তভোগী ওই শিশু উপজেলার হাজিরহাট মারকাজুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র। অভিযুক্ত মাওলানা মো. গিয়াস উদ্দিন একই মাদ্রাসার শিক্ষক। সে একই উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। এর আগে গত বৃহস্পতিবার রাতে মাজকাজুল উলুম কওমি মাদ্রাসায় ন্যাক্কারজনক ঘটনা ঘটায় মাওলানা মো. গিয়াস উদ্দিন।
ভুক্তভোগী ছাত্রের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে আবাসিক হলে ঢুকে ঘুমের মধ্যে ওই শিশু ছাত্রকে বলাৎকার করে গিয়াস উদ্দিন। পরে চিৎকার করলে তাকে একটি রুমে তালাবদ্ধ করে রাখা হয়।
পরদিন দুপুরের খাবারের সময় পালিয়ে গিয়ে নিজ পরিবারকে বিষয়টি জানায় ওই ছাত্র। ওই দিনই ঘটনাটি থানায় জানিয়ে অভিযোগ দায়ের করে ছাত্রটির পরিবার। অভিযোগের ভিত্তিতে শিক্ষককে আটক করে পুলিশ। কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, বলাৎকারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে এবং ভুক্তভোগী ছাত্রকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হবে।