চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৫৪৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৩২ শতাংশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৫৭৫টি নমুনা পরীক্ষা করে ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৭৬ জনই নগরের বাসিন্দা।
বাকি ১৭৩ জনের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৩, আনোয়ারার ৫, চন্দনাইশের ৪, পটিয়ার ২৫, বোয়ালখালীর ১৪, রাঙ্গুনিয়ার ১৪, রাউজানের ১৮, হাটহাজারীর ২৯, ফটিকছড়ির ২৬, মিরসরাইয়ের ৯, সীতাকুণ্ডের ১৩ ও সন্দ্বীপ উপজেলার ৪ জন রয়েছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ৭২৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৯৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৮ হাজার ১৮৩ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।