রাজধানীর বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির মামলা বাতিল চেয়ে ওনার্স সোসাইটির সভাপতি তাসভীর উল ইসলামের করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। ফলে এফআর টাওয়ারের নকশা জালিয়াতি মামলা চলতে বাধা নেই।
রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
গেল বছরের ১৫ নভেম্বর ভবনমালিকসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন।
অন্য আসামিরা হলেন- এফআর টাওয়ারের মালিক সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান, রাজউকের সাবেক পরিচালক মো. শামসুল আলম, সহকারী পরিচালক মেহেদুজ্জামান, সহকারী পরিচালক শাহ মো. সদরুল আলম, সাবেক তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, সহকারী অথরাইজড অফিসার নজরুল ইসলাম, রাজউকের উচ্চমান সহকারী মো. সাইফুল আলম, ইমারত পরিদর্শক ইমরুল কবির ও মো. শওকত আলী, উচ্চমান সহকারী মো. শফিউল্লাহ, সাবেক অথরাইজড অফিসার মো. শফিকুল ইসলাম, নিম্নমান সহকারী মুহাম্মদ মজিবুর রহমান মোল্লা, অফিস সহকারী মো. এনামুল হক ও শওকত আলী।
পরে নিজের ক্ষেত্রে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তাসভীর উল ইসলাম।
২০১৯ সালের ২৮ মার্চ রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হন। এরপর জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া নকশা বানিয়ে এফআর টাওয়ারের ১৯ থেকে ২৩ তলা পর্যন্ত নির্মাণ করার অভিযোগে ২৫ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে।