সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর লালবাগের পলাশীর মোড়ে ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে মো. সাগর (২৫) ও ইমরান (১৮) নামে দুই লেবু ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তাদের কাছে থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।
বুধবার (২৮ এপ্রিল) ভোর সোয়া ৫টায় পলাশীর মোড়ে সাগর ও ইমরানকে গতিরোধ করে দুই ছিনতাইকারী তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাদের এলোপাথাড়ি ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে আহত অবস্থায় সাগর ও ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাগর বলেন, আমি আর আমার এক ছোট ভাই লেবু ব্যবসা করি। ভোর সোয়া পাঁচটার দিকে লেবু কেনার জন্য কারওয়ান বাজার যাচ্ছিলাম। পলাশীর মোড়ে পৌঁছালে শাকিল ও সাইফুল আমাদের রিকশা থামায় এবং আমাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চায়। বাধা দিলে ছিনতাইকারীরা আমাদের ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। পরে আমাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৪২০০ টাকা নিয়ে যায়।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোরে সাগর ও ইমরান লেবু কেনার উদ্দেশে কারওয়ান বাজার যাচ্ছিলেন। পথে তাদের এলোপাথাড়ি কুপিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় অবহিত করেছি।