সিএনএম প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ তেলিপাড়া গ্রামে ধারালো অস্ত্র দিয়ে গোপনাঙ্গ কেটে স্বামীকে হত্যা করার অভিযোগ উঠেছে রিমা আক্তার (২৫) নামে এক গৃহবধুর বিরেুদ্ধে। এ সময় পরকীয়া প্রেমিক কাইয়ুম সাথে থাকলেও ঘটনার পরপর সে পালিয়ে যায়।
শনিবার (১০ এপ্রিল) সকালে খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন প্রকাশ কালামিয়া পেশায় একজন মজুর। সে মধ্যম মহাদেবপুর তেলিপাড়া গ্রামের মৃত ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, নিহত জয়নাল আবেদীন সঙ্গে একই গ্রামের মৃত জহিরুল ইসলামের মেয়ে রিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে ৯ বছর ও ৭ বছরের দুই কন্যা শিশু রয়েছে। রিমা আক্তার পরকীয়ায় জড়িয়ে প্রেমিক কাইয়ুমকে নিয়ে দিনমজুর জয়নাল আবেদীনকে হত্যা করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্ত্রীকে আটক করা হয়েছে। কথিত প্রেমিক পলাতক রয়েছে।