সিএনএমঃ
নওগা জেলার পত্নীতলায় অবৈধ পথে সীমান্ত পারি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি জওয়ানরা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁর ধামইরহাট উপজেলার খরমপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন যশোর জেলার মনিরামপুর এলাকার বাসিন্দা লাভলু মিয়াকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুর ২টার দিকে ভারতে অনুপ্রবেশ করছিলো। এ সময় বিজিবির বস্তাবর বিওপির টহল দল সীমান্ত পিলার ২৬৩/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু মাঠের মধ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
বিজিবি আরো জানায়, আটক জাহাঙ্গীর হোসেন মানব পাচার চক্রের সদস্য। তাদের দেহ তল্লাশী করে ৭ হাজার ভারতীয় রুপি, ভারতীয় সীমকার্ডসহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে ধামইরহাট থানায় মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।