সিএনএমঃ
ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৭:৩০ ঘটিকায় র্যাব-১০, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সুভাঢ্যা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ জন জাল টাকা প্রস্তুতকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ গিয়াস উদ্দিন (২৭), পিতাঃ মৃত-মোজাম শেখ, সাং-পূর্ব ডুমরিতলা, থানা ও জেলা-পিরোজপুর এবং ২। রেদোয়ান শেখ @ মুমিন (১৯), পিতা-মৃত কাঞ্চন আলী শেখ, উভয় সাং-নরখালী, থানা ও জেলা-পিরোজপুর, উভয়ের বর্তমান ঠিকানা সাং-মুসলিম নগর, চুনকুটিয়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ জেলা-ঢাকা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে ১০০ টাকার জাল নোট ২৮০০টি ( ১০০ঢ২৮০০)= ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা ও ৫০ টাকার জাল নোট ৬০০ টি (৫০ঢ৬০০)= ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মোট (২,৮০,০০০+৩০,০০০) = ৩,১০,০০০/- (তিন লক্ষ দশ হাজার) টাকা, ০১টি ল্যাপটপ, ০১টি প্রিন্টার, ০১টি কি-বোর্ড, ০১টি মাউস, ০৪টি ক্যাবল, ০১টি রাউটার, ০১টি হেয়ার ড্রায়ার, ০১টি পাম্প এন্ড স্প্রে, ০১টি ফয়েল রোল, ০৮ বোতল বিভিন্ন রং এর কালি, ০১টি ষ্টীলের স্কেল, ০২টি কার্টার, ০৩টি কার্টিং ফ্রেম, ১০০ পাতা কাগজ, নগদ ২,০০০/- টাকা, পাকিস্থানী ৫০ রুপি ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার এবং ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ জাল টাকা প্রস্তুত ও সরবরাহকারী চক্র। তারা ইউটিউব ও গুগলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে জাল টাকা তৈরির সার্বিক দক্ষতা অর্জন করে। অতঃপর তারা উচ্চভিলাষী অভিপ্রায় ও কম সময়ে অল্প পুঁজিতে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে জাল টাকা প্রস্তুত করার পরিকল্পনা করে। পরবর্তীতে তারা জাল টাকা তৈরির প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় করে এবং জাল টাকা সরবরাহের জন্য জাল টাকা তৈরি ও সরবরাহকারী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজ ও গ্রæপে সংযুক্ত হয়। অতঃপর ফেইসবুক গ্রæপ হতে কমেন্ট দেখে তাদের সাথে মেসেঞ্জারে চ্যাটিং এর মাধ্যমে ক্লায়েন্ট তৈরি করে। জাল টাকা সরবরাহের ক্ষেত্রে তারা অগ্রীম টাকা নিয়ে নিত এবং পরবর্তীতে তাদের সুবিধাজনক স্থানে জাল নোটগুলো সরবরাহ করতো।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, চক্রটি বিভিন্ন সময়ে রাজধানী ঢাকার কেরাণীগঞ্জ, মুন্সিগঞ্জ, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ডেমরা এবং নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় তৈরিকৃত জাল নোট সরবরাহ করত। তারা প্রতি ০১ লক্ষ টাকা মূল্যের জাল নোট ১৫-২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করত। বিশেষ করে মাছ বাজার, লঞ্চ ঘাট, বাস টার্মিনালসহ বিভিন্ন মার্কেটে নানান কৌশল অবলম্বন করে জাল নোট সরবরাহ করে করতো। এছাড়াও তারা অধিক জন-সমাগম অনুষ্ঠান বিশেষ করে বিভিন্ন মেলা, উৎসব, পূজা ও কোরবানীর পশুর হাট উপলক্ষে বিপুল পরিমান জাল নোট ছাপিয়ে ছিল বলে তথ্য প্রদান করে। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে জালনোট প্রিন্টিং এর সময় কাগজের অব্যবহৃত ও নষ্ট অংশগুলো পুড়িয় ফেলত। এ পর্যন্ত তারা বিভিন্ন সময়ে প্রায় ০১-০২ কোটি টাকা মূল্যমানের জাল নোটের ব্যবসা করেছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।