স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ক্ষমতার দাপট না থাকায় ফেইসবুক পেইজ হতে ছবি নামিয়ে নিলেন ওসি মাজহারুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদকঃস্বরাষ্ট্রমন্ত্রীর আস্থাভাজন গুলশান থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম (কাজল) তার ফেইসবুক পেইজে প্রতিনিয়ত দেখা মিলত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এর সাথে তোলা নানা রকমের ছবি তার ব্যক্তিগত ফেইসবুক পেইজে পোস্ট হতো। আওয়ামীলীগ সরকার পতনের পরপরই তার ফেইসবুক পেইজ বন্ধ করে দেন। (ছদ্দনাম) পারভীন নামে এক নারী ক্রাইম নিউজ মিডিয়াকে বলেন মাজহারুল ইসলাম কাজল তার ফেইসবুক পেইজে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার তোলা ছবি ছেড়ে তিনি থানা এলাকায় অপপ্রভাব বিস্তার করতেন। ঐ নারী আরো বলেন, আমি নিজেও একজন ভুক্তভোগী নির্যাতিত নারী। মাজহারুল ইসলাম ১০ বছর আগে মাত্র ৬ হাজার টাকা ভাড়া বাসায় থাকতেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের হাত ধরে আজ তিনি প্রায় ২০০ কোটি টাকার মালিক বনে গেছে। তার নামে বেনামে ও তার আত্মীয় স্বজনের নামে রয়েছে একাধিক বাড়ি, ফ্ল্যাট, জমি, রাজধানীর যাত্রাবাড়ি, বেইলি রোড, গুলশানে একাধিক ফ্ল্যাট, বহুতল ভবন। মাওয়া, মাদারীপুর, সিলেট, কেরানীগঞ্জ সহ একাধিক জায়গায় জমি কিনেছেন মাজাহার। পুলিশে চাকুরী নেওয়ার সময় তিনি ভাড়া বাসায় থাকতেন। আর এখন মাজহারুল ইসলাম (কাজল) মাসে কোটি টাকা বাড়ি ভাড়া তোলেন। ঐ নারী এই প্রতিবেদককে বলেন, মাজহারুল ইসলাম কাজলের সাথে ফোনে যোগাযোগ করে তাকে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।