সিএনএমঃ
আগামী ২৮ অক্টোবর বিভিন্ন দলের কর্মসূচি ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে সে বিষয়ে গোয়েন্দা বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
বুধবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন মঈন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় চেষ্টা করবে র্যাব।
র্যাব কর্মকর্তা জানান, রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে কেউ যেনো নাশকতার চেষ্টা করতে না পারে, কোন রাষ্ট্রবিরোধী চক্র নাশকতা করতে না পারে, সে ব্যাপারে গোয়েন্দা বাহিনী কাজ করছে।
তিনি জানান, ওইদিন দুই দলের সমাবেশ ঘিরেই আইনশৃঙ্খলা বাহীনি সতর্ক অবস্থায় আছে। রাজধানীর বিভিন্ন জায়গায় চেক পোস্ট থাকবে, কেউ যেনো নাশকতার বস্তু নিয়ে ঢুকতে না পারে।